আয়রন থেরাপির পর দেহে প্রতিক্রিয়া
আয়রন দেয়ার পর সময় | শারীরিক প্রতিক্রিয়া |
১২-১৪ ঘন্টা ৩৬-৪৮ ঘন্টা ৪৮-৭২ ঘন্টা ৪-৩০ দিন ১-৩ মাস | কোষের আভ্যন্তরীন আয়রন পুনরুদ্ধার, শারীরিক অবস্থার একটু উন্নতি অস্থি মজ্জা তে যায় এবং হিমোগ্লোবিন উৎপাদনে অংশ নেয় রেটিকুলোসাইটোসিস হিমোগ্লোবিন পরিমাণ বৃদ্ধি পায় পর্যাপ্ত আয়রন শরীরে মজুদ হয় |
নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রতিরোধের উপায়
- জন্মের পর প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ পান (Exclusive Breastfeeding) এবং ৬ মাস বয়স থেকে সম্পূরক খাদ্য নিশ্চিতকরণ।
- খাদ্য ও পুষ্টি শিক্ষা সম্পর্কে সচেতন হওয়া, যাতে করে উন্নত ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে।
- আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ
- কৃমির ঔষধ সেবন
- নিরাপদ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা।