×

পোড়াত্বকের যত্নে যা এড়িয়ে চলা উচিত

সংবাদ প্রতিনিধি ০৩:৫৫ মিঃ, এপ্রিল ১৮, ২০১৯ Views : 737

   রান্না করছেন , হঠৎ করে হাতটি পুড়ে গেল । কিংবা আগুনের আঁচ লেগে হাত অনেকখানি লাল হয়ে গেল সাথে সাথে তো আর ডাক্তারের কাছে যাওয়া যায় না । ঘরোয়া প্রাথমিক চিকিৎসাই তখন একমাত্র ভরসা । 

কমবেশি আমরা সবাই আগুনে পুড়ে যাওয়ার চিকিৎসা সম্পর্কে জানি । কিন্তু কিছু কাজ আছে যা আমরা আগুনে পুড়ে যাওয়ার স্থানে করে থাকি । এতে পুড়ে যাওয়া স্থানে জ্বালাপোড়া আরও বাড়িয়ে দিয়ে থাকে । মূলত নিজেদের অজান্তে এই কাজগুলো আমরা করে থাকি :- 

  • বরফ : আগুনের ভাব লাগলে বা পুরে গেলে সবার প্রথম আমাদের বরফের কথা মনে পড়ে। আগুনে পুড়ে যাওয়া স্থানে ভুলেও বরফ লাগাবেন না। বরফ ত্বকের প্রবাহে বাধা সৃষ্টি করে থাকে এবং টিস্যুর ক্ষতি করে থাকে। বরফের পরিবর্তে আগুনে পুড়ে যাওয়া স্থানে ঠান্ডা পানির ঝাপটা দিন। 
  • মাখন: অনেকেই ব্যথা কমানোর জন্য মাখন লাগিয়ে থাকে যা ঠিক নয়। মাখন পোড়া স্থানে ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করে থাকে। 
  • হাইড্রোজেন পারক্সাইড: হাইড্রোজেন পারক্সাইড সাধারণত অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার হয়ে থাকে। কিন্তু আগুনে পুড়ে গেলে এটি ব্যবহার করবেন না। এর প্রতিক্রিয়া সৃষ্টিকারী উপাদান আগুনে পুড়ে যাওয়া স্থানে জ্বালাপোড়াসহ ব্যথা সৃষ্টি করে না, এর সাথে।
  • লেবু: আগুনে পুড়ে যাওয়া স্থানে প্রশমিত করার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে লেবু ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু লেবু সরাসরি ক্ষতস্থানে লাগানো হলে শুধু ক্ষত জ্বালাপোড়া সৃষ্টি করে না,এর সাথে চামড়া কুঁচকিয়ে থাকে। 

আগুনে পুড়ে যাওয়া স্থানে টি ব্যাগ লাগাতে পারেন, এটি জ্বালাপোড়া অনেকটা কমিয়ে দিবে। এছাড়া মধু, অ্যালোভেরা জেল, কলার খোসা এবং টক দই লাগাতে পারেন পোড়া স্থানে। এগুলো আপনার জ্বালাপোড়া কমিয়ে ক্ষতস্থানে সারতে সাহায্য করবে।